Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পান্তাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক কারবালা ময়দান
Location
পান্তাপাড়া ও রঘুনাথপুর গ্রামের মাঝখানে, মহেশপুর, ঝিনাইদহ
Transportation
ঝিনাইদহ জেলা শহর থেকে বাসে বা অন্য যে কোন যানবাহনে করে মহেশপুর আসতে হবে। তারপর ভ্যান বা মিশুক যোগে ঘুগরী বাজার হয়ে কারবলা ময়দানে যাওয়া যাবে।
Details

পান্তাপাড়া ঐতিহাসিক কারবালা ময়দান ও ঈদগাহ

পান্তাপাড়া, মহেশপুর, ঝিনাইদহ

 

এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে অনেক আগে কোন এক ব্যক্তি অবস্থান করতো এবং মৃত্যুবরণ করার সময় এখানে সমাহিত করা হয়। সেই থেকে অত্র এলাকায় কোন মানুষ মৃত্যুরণ করলে এখানে কবর দেওয়া হয়। এলাকার লোকজনের দানে ময়দানটি প্রাচীর বেষ্টন করা হয়েছে এবং একটি সুন্দর্যমন্ডিত গেট করা হয়েছে।

 

উক্ত ময়দানটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতি বছর অনেক লোকজন আসেন।